ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

অপরাজিত চ্যাম্পিয়ন পাচ্ছে টি-টোয়েন্টি দুনিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৪ ০৯:১৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আফগানিস্তানকে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে ভারত; চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রীতিমত উড়িয়ে দিয়েছে এই দুইদল। গ্রুপ চ্যাম্পিয়ন, এরপর সুপার এইটেও গ্রুপের সেরা দল হয়ে সেমিতে এসেছিল দক্ষিণ আফ্রিকা ও ভারত। এই যাত্রায় এখন পর্যন্ত উভয় দলই আছে অপরাজিত। 

 

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের সামনে ছিল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তবে ফাইনালে অজিদের কাছে হারে সব স্বপ্নই ভেস্তে যায় রোহিত-কোহলিদের। এবার অবশ্য তেমন কোন শঙ্কা নেই। ফাইনালে যে দলই শেষ হাসি হাসবে তারাই অপরাজিত চ্যাম্পিয়ন । 

টি-টোয়েন্টি পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে রয়েছে ভারত। এই দুই দলের মুখোমুখি ২৬ ম্যাচের ১৪টিতে জয় পেয়েছে ভারত। এক ম্যাচে আসেনি রেজাল্ট। বাকি ১১ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ৬ ম্যাচের ৪টিতে জয় পেয়েছে ভারত। অপরদিকে দুইটিতে দক্ষিণ আফ্রিকার। যার একটি ২০০৯ সালে এবং অপরটি এসেছে ২০২২ সালের বিশ্বকাপে। 

উল্লেখ্য- আগামীকাল রাত সাড়ে ৮ টায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা...

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...