ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

উপভোগ করো, মানসিকতা ঠিক রাখো, ভারতকে হারিয়ে দাও....

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৪ ২১:৪৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অবশেষে সেমি বাঁধা পেরিয়ে ফাইনালে এসেছে দক্ষিণ আফ্রিকা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে আট জয় দলটির। ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ফাইনালে রোহিত শর্মার দল এগিয়ে থাকলেও হারানো অসম্ভব নয় বলে দক্ষিণ আফ্রিকাকে পরামর্শ দিয়েছেন অজি লিজেন্ড রিকি পন্টিং। 

 

আইসিসির ডিজিটাল শোতে রিকিং পন্টিং বলেছেন, অনেক দল বলে থাকে এটা আর আট-দশটা ম্যাচের মতো সাদামাটা। এই উপলক্ষ কত বড় তারা আড়াল করার চেষ্টা করে। কিন্তু এটা ঠিক নয়। এর মহত্ব কত বড়, সেটা মেনে নিতে হবে।

মারক্রাম-ডি ককদের উদ্দেশ্যে পন্টিং বলেন, এই খেলোয়াড়রা আগে কখনও ফাইনাল খেলেনি, সুতরাং আজ রাত উপভোগ করো, কালকের রাতও। কিন্তু নিশ্চিত করো যে একই মানসিকতা নিয়ে খেলবে এবং প্রস্তুতিও হবে একই রকম।

তিনি আরও বলেন, তারা অপরাজিত থেকে এখানে এসেছে। তাদের পরিবর্তন করার কোনও দরকার নাই। এমনকি যা করেছে তার চেয়ে বেশি কিছু করাও লাগবে না। তাদের শুধু সামনে দাঁড়াতে হবে নিজেদের সেরা সংস্করণ নিয়ে। ফাইনালের দিনে দল হিসেবে সেরাটা দিতে হবে। সেরা সুযোগটা নিতে হবে। যদি তারা সেটা পারে, তাহলে তাদের হারানো কঠিন হবে।

উল্লেখ্যঃ ২৯ জুন রাত সাড়ে ৮ টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...