ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বাবরকে পেতে বাজেটের শতভাগ খরচ করতেন অ্যান্ডারসন!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩ ১৫:৪৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ স্ট্রাইকরেট নিয়ে বাবর আজমের নিজ দেশেও চলে সমালোচনা। তবে বর্তমান ক্রিকেট দুনিয়ায় দাপুটে ব্যাটারদের তালিকা করলে উপরের দিকেই রাখতে হবে বাবরকে। কিন্তু অবাক করা কান্ড আসন্ন একশ বলের টুর্নামেন্টে (দ্য হান্ড্রেড) দল পাননি পাকিস্তান অধিনায়ক। অবশ্য পুরো আসরে তাকে পাওয়া যেত না বলেই হয়তো ৮ দলের কেউ আগ্রহ প্রকাশ করেনি। 

 

এদিকে বাবরকে নিজ দলে পেতে বাজেটের পুরোটায় খরচ করতেন বলে মন্তব্য করেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

 

অ্যান্ডারসন বলেন, ‘আমি তার জন্য দ্বিগুণ টাকা দিতাম। আমি পুরো বাজেট বাবর আজমের জন্য দিয়ে দিতাম। আমার ধারণা, তার অনুপস্থিতির একমাত্র কারণ, তাকে পাওয়া না যাওয়া। হয়তো পুরো হান্ড্রেডে তাকে পাওয়া যেত না।’

 

বাবর আজমের মতই দল পাননি মোহাম্মদ রিজওয়ান। তবে পাকিস্তানের ক্রিকেটারদের মাঝে দুই পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফ খেলবেন 'ওয়েলস ফায়ার' হয়ে।

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরকে পেতে বাজেটের শতভাগ খরচ করতেন অ্যান্ডারসন!

এদিকে বাবরকে নিজ দলে পেতে বাজেটের পুরোটায় খরচ করতেন বলে মন্তব্য করেছেন ইংলিশ পেসার জে...