থাইল্যান্ডকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের
প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ২২:৫২
-2022-10-01-12-51-28.jpeg)
নট আউট ডেস্কঃ বাংলাদেশ-থাইল্যান্ড মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে নারী এশিয়া কাপের এবারের আসর। ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে দারুন জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডকে হারিয়েছে ৯ উইকেটে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ৮২ রানে অলআউট হয় থাইল্যান্ড নারী দল। জবাবে ১১ দশমিক ৪ বলে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতির দল।
ছোট রানের টার্গেটে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন ওপেনার শামিমা সুলতানা। ৩০ বলে ১০ চারে করেছেন ৪৯ রান। তার আউটের পর বাকি কাজ সাবলীলভাবে শেষ করেছেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ফারজানা ২৬ ও নিগার ১০ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ৩ ওভারে এক মেডেনসহ ৯ রানে তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান সোহেলী আখতার, সানজিদার আক্তার ও নাহিদা আক্তার। সালমা খাতুনের শিকার একটি উইকেট।
-নট আউট/এমআরএস
নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন
চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...

বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...
ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড।

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত
অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...

আপনার মূল্যবান মতামত দিন: