নারী ক্রিকেটে নজর নেই, পাপনের স্বীকারোক্তি
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ০৩:০৯

স্পেশাল করেসপন্ডেন্ট: আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। মাঠের ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে মেয়েরা। কদিন আগে আবুধাবিতেও বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী দল। আবুধাবিতে ফাইনাল মাঠে বসেই উপভোগ করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার সিলেটে নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেও নিগার সুলতানা জ্যোতির দল মুগ্ধ করেছে বিসিবি সভাপতি। সকালে টুর্নামেন্টের উদ্বোধনের পর মাঠে বসে বাংলাদেশের জয় দেখেছেন পাপন। ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
ম্যাচের পর বিসিবি সভাপতি স্বীকার করেছেন, নারী ক্রিকেটে বিসিবির নজর নেই। নিজেদের ব্যর্থতাও স্বীকার করেছেন তিনি।
সিলেটে সাংবাদিকদের আলাপকালে পাপন বলেন, ‘মেয়েরা অনেকদিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে, বাছাই পর্ব উতরে বিশ্বকাপ খেলেছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয় নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘বেশ ভালো লাগছে। আমরা যদি বিশ্ব র্যাংকিং দেখি বাংলাদেশ বোধহয় ৯ নম্বরে। এরপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে ।
এই দলগুলো কাছাকাছি মানের। যেহেতু কাছাকাছি মানের দল আর গতবার তারা বিশ্বকাপ খেলেছে সেহেতু তারা খুব শক্তিশালী একটা প্রতিপক্ষ আমাদের জন্য। সে জন্য একটু ভয় পাচ্ছিলাম, একটা টাইট ম্যাচ হবে কি না। কিন্তু যেভাবে তারা খেলেছে, যে আত্মবিশ্বাস নিয়ে তারা খেলেছে খুবই ভালো লাগছে।’
-নট আউট/এমজেএ/এমআরএস
নারী এশিয়া কাপে মা-মেয়ের অংশগ্রহন
চলমান নারী এশিয়া কাপ অতীতের সব আসরের তুলনায় ভিন্ন। কেননা এবারই প্রথম যেখানে পরিচালনার...

বেরসিক বৃষ্টিতে স্বপ্নভঙ্গ টাইগ্রেসদের, সেমিতে থাই...
ইতিহাস গড়েই শেষ চারে নাম লিখিয়েছে থাইল্যান্ড।

অভিষেকেই হ্যাটট্রিকে ফারিহার বাজিমাত
অভিষেকেই বাজিমাত করেছেন তৃষ্ণা। মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সিলেটে আজ...

আপনার মূল্যবান মতামত দিন: