অন্যদের গোনায় ধরেন না সাকিব?
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫০

নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান হাসান তামিম ইকবাল ও লিটন দাসের অনুপস্থিতিকে আক্ষেপ হিসেবে প্রকাশ করেছেন। সাকিবের এমন আক্ষেপকে ভালোভাবে দেখেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
রমিজ রাজা বলেন, 'আমার ভালো লাগেনি, যখন ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব বললেন যে লিটন ও তামিম নেই। এটা বলা ঠিক নয়। কারণ এমন মন্তব্যের পর সব দলই ভেঙে পড়ে। তারা মনে করে, আমাদের ওপর ভরসা নেই, আমাদের স্কিলের ওপর অধিনায়কের ভরসা নেই, আমাদের গোনায় ধরছেন না এবং তার চোখে আমরা ম্যাচ উইনার নই।'
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে বড় পরীক্ষাই দিতে হবে। কেননা সম্প্রতি সাকিবদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে কাজ করতে।
আরও পড়ুনঃ কোহলি বনাম পাকিস্তান
রমিজ রাজা এ প্রসঙ্গে বলেন, 'আপনাকে কৌশলগত ও বিশ্লেষণ গতভাবে এই হারের কারণ বের করতে হবে। দ্রুত এর সমাধান করতে হবে। কারণ বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে অনেক ভালো ম্যাচ জিতেছে। বাংলাদেশকে হারিয়েছে। তাই সাকিবের জন্য গুরুত্বপূর্ণ হলো দলের মানসিকতা ভালো অবস্থায় রাখা এবং এই হার থেকে শেখা। কারণ এটা কঠিন উইকেট ছিল।'
-নট আউট/এমআরএস
আরব আমিরাতকে হারিয়ে আপসেটের জন্ম দিলো কুয়েত
ওমানে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, আরব আমিরাতকে ১ উইকেটে হার...
_copy_640x360-2022-08-22-01-40-54.jpg)
এশিয়া কাপের দল ঘোষণা করলো আয়োজক শ্রীলংকা
এশিয়া কাপের ১৫তম আসরে ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের
মোহাম্মদ নবীকে অধিনায়ক করে, এশিয়া কাপের দলে রয়েছেন অভিজ্ঞ রশিদ খান, নাজিবুল্লাহ জাদরা...

আপনার মূল্যবান মতামত দিন: