পারফর্ম না করলে চাপ আসবেই: মুমিনুল
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২ ০২:২০

স্পেশাল করেসপন্ডেন্টঃ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। প্রোটিয়াদের স্পিন বিষে নীল হয়ে সিরিজটা ২-০ তে হেরেছে মুমিনুল হকের দল। বিদেশের মাটিতে দল জিতেনি ম্যাচ, অধিনায়ক নিজেও ব্যাট হাতে ব্যর্থ। সবমিলিয়ে বড় চাপেই পড়েছেন মুমিনুল।
বুধবার দেশে ফিরে বিমানবন্দরে টেস্ট অধিনায়ক বলেছেন, পারফর্ম না করলে চাপ আসবেই। সেই চাপে মানিয়ে নিতে চান তিনি। তাছাড়া দলটা নিজের সিদ্ধান্তেই চালান বলে দাবি করেছেন মুমিনুল।
দুই টেস্টে চার ইনিংসে ১৩ রান করে ফ্লপ ছিলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। সাংবাদিকদের আজ তিনি বলেছেন, ‘পারফর্ম না করলে বিশ্বের যে কোন অধিনায়কের কাছেই চাপ আসবে। যদি দেখেন রুট কিন্তু এক বছরে ৬/৭ সেঞ্চুরি করেছে তারপরও কিন্তু তার কাছে চাপ আসে। ক্যাপ্টেনসি এমনটা একটা জিনিস আপনি পারফরম্যান্স না করলে চাপ আসবে। এই লেভেলে আপনাকে চাপ নিতে হবে। আর এই চাপ আপনাকে নিতে হবে। আর আমি এটা নিয়ে চিন্তিত নই। একটা দেশকে প্রতিনিধত্ব করবেন, একটা দেশের অধিনায়ক হবেন আপনার কাছে প্রেশার আসবেই। চাপ নিতে না পারলেতো হবে না। যেটা আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না।’
আরও পড়ুনঃ নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা
প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়েছিলেন মুমিনুল। যে সিদ্ধান্তে সিনিয়র ক্রিকেটার তামিম ও মুশফিকের চাপ ছিল। যদিও প্রকাশ্যে অগ্রজদের আড়াল করে নিজের উপরই সব দায়ভার নিলেন অধিনায়ক।
দেশে ফিরেও এই প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘এই জায়গায় আসার সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি। এখানে কিন্তু আপনারাও বলেন নাই বা ওয়াসিম ভাইও বলে নাই যে আসতে হবে, আমি নিজ থেকেই এসেছি। যেহেতু আমি দলের অধিনায়ক সিদ্ধান্ত আমিই নিই। কেউ আমাকে জোর করে না, ওই ক্ষমতাটুকু আমার আছে। হয়তো আমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে বোলিং নিয়ে হেরেছি বলে এই কথাটা এসেছে।’
তিনি আরও বলেন, ‘আপনি যদি দেখেন নিউজিল্যান্ডের উইকেটও কিন্তু ফ্ল্যাট ছিল। দ্বিতীয় টেস্টটা হয়তো চ্যালেঞ্জিং ছিল। আপনাদের মনে আছে কি না জানিনা প্রথম যে টেস্টটা জিতলাম তখন কিন্তু টস জিতে বোলিং নিয়েই জিতেছি।’
ডারবান টেস্টের বোলিং নিয়ে মুমিনুল বলেন, ‘সমস্যা হয়েছিল আমাদের পেসাররা যখন নতুন বলে বোলিং করেছিল প্রথম দশ ওভারে দুইটা উইকেট বের করতে পেরেছিল কিন্তু দক্ষিণ আফ্রিকায় সেটা হয়নি। সে কারণে আমরা হয়তো ব্যাকফুটে চলে গেছিলাম। পাঁচ দিনের খেলায় চার দিন খুব ভালো খেলেছি, আমরা দ্বিতীয় ইনিংসে খুব বাজে খেলেছি।’
-নট আউট/এমজেএ/টিএ
প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ
ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ
৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।

আপনার মূল্যবান মতামত দিন: