নেতৃত্বের সাথে রুটের সম্পর্ক হয়ে উঠেছিল অস্বাস্থ্যকর !
প্রকাশিত: ৬ জুন ২০২২ ২০:১৬

নট আউট ডেস্কঃ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের লর্ডস টেস্টের প্রথম দিন শেষে খুব কম সংখ্যক ক্রিকেট অনুরাগী মানুষ রয়েছে যারা হয়তো চিন্তা করেছেন টেস্ট দুই দিনে শেষ হবে না। যারা চিন্তা করেছে তারা মোটেও কোন ভুল করেননি। প্রথম দিনে ১৭ উইকেটের পতনের পর তৃতীয় দিনে খেলা যাবে এমন চিন্তা করার সাধ্যই বা ছিল কার। তবে শেষ পর্যন্ত খেলা গিয়েছে চতুর্থ দিনে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুটের শতকের কল্যাণে জিতেছে ইংলিশরা। অভিষেক সুখকর হয়েছে ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের। দলের ব্যর্থতার মেনে নিয়ে নেতৃত্ব ছেড়ে দেওয়া রুট ম্যাচ শেষে এমন এক কথা বলেছেন যা ছিল সবারই আজানা।
নেতৃত্বে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলেন না মন্তব্য করে রুট বলেন,‘সত্যি বলতে আমার এবং অধিনায়কত্বের সম্পর্কটা অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল। এটি আমার ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি করতেছিল। এটিকে আমি মাঠে রেখে যেতে পারিনি। এটি বাড়িতেও চলে আসছিলো। এটি আমার পরিবার এবং কাছের মানুষের জন্য ন্যায়সঙ্গত ছিল না। এমনকি আমার জন্য ন্যায়সঙ্গত ছিল না।’
আরও পড়ুনঃগতিকে কাজে লাগিয়ে শচীনকে আহত করার পরিকল্পনা ছিল শোয়েবের!
ইংলিশদের হয়ে সবচেয়ে ৬৪ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন রুট। যেখানে সময়ের অন্যতম সেরা ব্যাটারের অধীনে ইংল্যান্ড জয় পেয়েছিল ২৭ ম্যাচে। তবে নিজের অধিনায়কত্বের শেষ দিকে ইংল্যান্ডকে কক্ষপথে রাখতে পারেননি রুট। ব্যাট হাতে নিজে রানের ফোয়ারা ছুটালেও দলকে জয় এনে দিতে পারেননি। রুটের অধীনে সর্বশেষ ১৭ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল ইংল্যান্ড।
দলকে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ হলেও ওয়েস্ট ইন্ডিজ থেকে বাড়িতে ফেরার পর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রুট। বাড়িতে ফেরার পর নেতৃত্ব নয় বরং অন্যভাবে দলকে এগিয়ে নিতে চেয়েছিলেন তিনি। এদিকে রুটের পর ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন বেন স্টোকস। তাকে সর্বাত্মক সহযোগিতা করতে চান রুট।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: