03/17/2025 এক-দুই মাসে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল হওয়া কঠিন
স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২২ ২৩:০০
স্পেশাল করেসপন্ডেন্টঃ নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ খেলতে শুক্রবার রাতে উড়াল দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। টি-২০ তে পারফরম্যান্স যেমনই হোক বিশ্বকাপ যাত্রার আগে ঠিকই লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিকেটাররা।
আগের মতো প্রথম রাউন্ড খেলতে হবে না, এবার বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ পর্বে অংশ নিবে বাংলাদেশ দল। ২০০৭ সালের পর টি-২০ বিশ্বকাপের মূল পর্বে কোনো জয় নেই বাংলাদেশের। এমন দলের পক্ষে কি সেমিফাইনাল খেলা সম্ভব, চ্যাম্পিয়ন হওয়া সম্ভব?
দেশ ছাড়ার আগে শুক্রবার রাতে বিমানবন্দরে তাসকিন আহমেদ বলেছেন, এক-দুই মাসে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হওয়া কঠিন। তিনি বলেন, ‘আমাদের তো স্বপ্ন আছে। আমরা সবাই নিজেদের জায়গা থেকে উন্নতিতে মনোযোগী। এক-দুই মাসে বিশ্বকাপ জয়ের মতো দল হয়ে ওঠা কঠিন। এজন্য উন্নতিতে মনোযোগ হওয়া উচিত। তাতে এখন না হলেও কিছু সময় পর যেন বিশ্বকাপের আসরে লড়াই করতে পারি।’
আরও পড়ুনঃ থাইল্যান্ডকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের
তাই বড় টার্গেটের চাপ না নিয়ে বরং নিজেদের উন্নতিতে মনোযোগ দেয়ার কথা বলেছেন তাসকিন, ‘আমরা খুব বেশি সফল নই এই ফরম্যাটে। যে যার জায়গা থেকে ২০-৩০ শতাংশ উন্নতি করে নিউ জিল্যান্ড থেকে যেন অস্ট্রেলিয়ায় যেতে পারি এটাই আমাদের লক্ষ্য।’
টি-২০ তে দল হিসেবে, ব্যক্তিগতভাবে উন্নতির গ্রাফটা উর্ধ্বমুখী রাখাই এখন মূল টার্গেট। তাসকিন বলেছেন, ‘টি-টোয়েন্টিতে একটা ওভারেই অনেক সময় মোমেন্টাম বদলে যায়, হোক ব্যাটিং কিংবা বোলিং। খুব অনিশ্চয়তা থাকে। এজন্য আসলে নির্ভার থাকার কোনো সুযোগ নেই। যেভাবে সবাই প্র্যাকটিস করছে এবং শ্রীরাম, সুজন স্যারসহ যারা কোচরা আছেন, ট্রেনিংয়ের প্যাটার্ন অনেক সুন্দর। সবাই অনেক সিরিয়াস। সবাই সবার ১০০ থেকে ১১০ ভাগ দিয়ে উন্নতির চেষ্টা করছে। যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি, অবশ্যই আমাদের উন্নতি হবে।’
-নট আউট/এমজেএ/এমআরএস