03/13/2025 কষ্ট শেষ সাকিবের, রোমাঞ্চিত তাসকিনদের নিয়ে
নট আউট ডেস্ক
২৫ অক্টোবর ২০২২ ০০:২৯
নট আউট ডেস্কঃ বাংলার আকাশের সব মেঘ আজ চলে গেছে অন্য প্রান্তে। গত ১৫ বছরের অপ্রাপ্তি পরিণত হয়েছে প্রাপ্তিতে। সাকিবের মনে লুকিয়ে থাকা কষ্টও এবার হয়েছে দূর। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকয়টি আসর খেললেও এই বিশ্বসেরা অলরাউন্ডার দেখেনি মূল পর্বে জয়ের মুখ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে সাকিব জানিয়েছে নিজের মধ্যে থাকা কষ্টের কথা।
সাকিব বলেন, আমি (টি-টোয়েন্টি বিশ্বকাপ) সব সংস্করণ খেলেছি কিন্তু আমরা জিততে পারিনি এবং সেটা আমার মনের মধ্যে ছিল। জয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল।
এবারের বিশ্বকাপ মিশন শুরুর একদিন আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সংবাদ সম্মেলনে বলেছিলেন, অতীতে যা হয়নি এবার তাই হবে। দিনশেষে বলা যায় সাকিব বুঝি এমনই।
আরও পড়ুনঃ সাকিবের চোখে সবই মিডিয়ার সৃষ্টি
ব্যাট হাতে খুব একটা ভালো না করলেও বোলিংয়ে সকলে দূর্দান্ত। এ প্রসঙ্গে সাকিব বলেন, আমরা জানতাম ১৫৫ এখানে চ্যালেঞ্জিং স্কোর হবে। আমরা এবারও দশ রান কম করেছি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় এমনটা হয়েছে। পেসাররা ভালো বোলিং করেছে। তাসকিন আমাদের জন্য ভালো বোলার। তার অভিজ্ঞতা এবং গতি আছে। আমরা ফাস্ট বোলারের গুরুত্ব বুঝি।
মূল পর্বে আগামী ২৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেখানেও জয়ের ব্যাপারে আশাবাদী সকলে।
-নট আউট/এমআরএস